করটিয়ায় নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত 

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত ২০২৩-২৪,২৫ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১২ মে) বিকালে সা’দত বাজার মসজিদ রোডে এ অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল – ৫ (সদর) আসনের সাংসদ  ছানোয়ার হোসেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত  ছিলেন,সোনিয়া খান পন্নী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী।
সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো.ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইমন তালুকদার রাজীবের সঞ্চালনায় মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, ইউনিয়ন  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন,পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মলয় কুমার পাল,আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল ,সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারী,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদ প্রমুখ।
পরে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান হয়।