কামরুল হাসান টাংগাইল প্রতিনিধিঃ শ্রমিক সংকট নিরসন ও খুব কম সময়ে কৃষকের পাকা বোরো ধান ঘরে তোলার লক্ষ্যে আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
বৃহস্পতিবার(১১ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর নমুনা শস্য কর্তন ও কৃষক মাঠ দিবসে কৃষক লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার করটিয়া ইউনিয়নের মীরের বেতকা গ্রামে সকালে কৃষকের ধান কাটার উদ্বোধন করেন তিনি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় কৃষক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে আধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন দিয়ে পাকা ধান কাটার উদ্বোধন করলাম। এ বছর কৃষিমন্ত্রীর প্রচেষ্ঠায় বোরো ধানের ফলন ভালো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাসান বীন আলী, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল প্রমুখ।
Discussion about this post