কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ১৪৪ ধারা মামলা করায় বাদী ও তার ছেলেকে হামলা করেছে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলামের অনুসারীরা। বুধবার ১০মে বিকালে জোগারচর বাজার থেকে তার নিজ বাড়ি কূর্শাবেনু যাওয়ার পথে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কুর্শাবেনু এলাকায় জমির মাটি কেটে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম ও তার লোকজন অবৈধভাবে বিক্রি করছে। এর প্রতিবাদে আব্দুল বারেক বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করলে ১৪৪ ধারা জারী করা হয়।এর পর থেকে নানা ভাবে জহুরুলের লোকজন তাকে ও তার পরিবারের লোকজনদেরকে হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন পুর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে হামলা চালায়। এসময় আব্দুল বারেকের ছেলে বাধা দিতে গেলে হামলাকারীরা লোকমান মিয়া নামে তার ছেলেকেও গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার আগেও গত মঙ্গবার শফিকুল ইসলাম মিলন নামে অপর ব্যক্তিকে মারধর করে জহুরুলের লোকজন। মিলন মিয়া বলেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম ও তার সাথে থাকা ইউসুফ,বেল্লাল,সহ কয়েকজন এই হামলার সাথে সরাসরি জড়িত রয়েছে। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন,এ বিষয়ে কোন প্রকার অভিযোগ পায়নি৷ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম বলেন,আমি এবিষয়ে কিছু জানিনা।আমি টাঙ্গাইল অবস্থান করি।এই মারামারির বিষয়ে কোন ভাবে জড়িত নই আমি।
Discussion about this post