ডেস্কঃ নিউজঃ মুক্তখবর 24.com এই প্রতারক অনলাইনে পণ্য বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দেশের অনলাইন ক্রেতারা দেউলিয়া প্রশাসনের কাছে তাকে ধরিয়ে দিন।
সারা বাংলাদেশের অনলাইন ক্রেতা ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীরা ,এই প্রতারক অনলাইনে শাড়ি থ্রি-পিস ও বিভিন্ন পণ্য।
বিভিন্ন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।দেউলিয়া হয়েছেন দেশের হাজারো ভাই-বোন ক্রেতা।তার মোবাইল নাম্বার হল,,০১৬৩২৯৩৪৮৪৭
ক্রেতাদের মিষ্টি কথা বলে ভালো পণ্য অনলাইনে দেখানোর পর ক্রেতাদের আকর্ষণ করান।
পরে ক্রেতা টাকা পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে ডেলিভারি নেওয়ার পর।আসল পণ্যের দেখা মেলে না। বাস্তবে পাওয়া যায় আজেবাজে জিনিসপত্র মূল্যহীন।
প্রতারক আরও বলেন ঢাকার বড় বড় মার্কেটে তাঁর অনেক দোকান আছে অনলাইনে ব্যবসা করে আসছেন দীর্ঘদিন থেকে।
এ বিষয়ে আমাদের কাছে কিছু প্রমান তথ্য আসছে। আমরা 16banglatv তে সংবাদে প্রচার করব।ঢাকা সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।
এবং বাংলাদেশের সকল অনলাইন ব্যবসায়ী মহলেরদৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। এই প্রতারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে। দেশের ভাল ভাল ব্যবসায়ীদের বদনাম হবে ভুক্তভোগীরা জানান।
ভুক্তভোগীরা জানান তাই আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ রইলো। এই প্রতারক এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
এই ধরনের প্রতারক চক্র থেকে দেশ এবং নিজের পরিবার ভাই বোন বন্ধু মহল আত্মীয় স্বজনকে রক্ষা করুন।
ভুক্তভোগীদের আমরা অনুরোধ করছি এ বিষয়ে আরো কোন তথ্য থাকলে।মোবাইলে যোগাযোগ করে আমাদের সহযোগিতা করুন।
এবং এর অনেক তথ্য আমাদের কাছে সংরক্ষণ করা আছে। এবং পণ্য ডেলিভারি দেওয়ার সময় বিভিন্ন দোকানের মেমো ব্যবহার করে থাকেন।
এই বার্তাটি শেয়ার করে বাংলাদেশের সকল অনলাইন ক্রেতাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান ভুক্তভোগীরা।
আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের দিন আমরাও আপনাদের অভিযোগ দেশ ও দেশের মানুষের স্বার্থে প্রচার করবো।,,
০ ১৭১২২৬৮৭৭০ পরবর্তীতে পর্ব 2 আসবে
Discussion about this post