কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির।
এসময় অন্যান্যের মধ্যে কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আনোয়ার হোসেন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান দীপুল, সাবেক সদস্য আসলাম সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, কালিহাতী পৌর ছাত্রলীগের সভাপতি আল হাদী নিশাত, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post