কবি ভবন” নজরুল বাঙালির অসাধারণ বিরল ইতিহাস- নীলিমা আক্তার নীলা – স্বার্থের আকাশে আজ স্বার্থের লড়াই। ঠিক যেন সেসময়ই আবির্ভূত হলো, আরেকটি মহাকাশ, আরেকটি সম্ভাবনাময় জাগ্রত পৃথিবী, স্বার্থপরতার ধরাছোঁয়া বাহিরে আরেকটি নির্মল ইতিহাস।
কবি, গীতিকার, সুরকার,কন্ঠশিল্পী প্রতিটি পরিচয়ই যেন উজ্জ্বল হয়ে ঝলমল করছে চারিদিক।এমন দৃষ্টান্তে যাদুকরও হার মেনে নিলেন অকপটে।
খ্যাতিমান কবি নজরুল বাঙালি অসাধারণ মেধা, প্রতিভায় মুগ্ধ সবাই। আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ এর সভাপতি কবি নজরুল বাঙালি অসাধ্য কে সাধন করে এবার কবি,লেখকদের জন্য তিনি গড়ে তুলেছেন কবি ভবন।
হাজারো পদচারণায়,মানুষের আনাগোনায় “কবি ভবন ” আজ যেন একটি স্বপ্নের মহল। জানতে চাইলাম, ফেনীর ফরহাদ নগরে এতো বিশাল একটি কবি ভবন, এমন সুন্দর চিন্তা মাথায় এলো কী করে? তিনি হেসে উত্তর দিলেন,কবি, লেখকদের আমি অনেক ভালোবাসি।
তাদের জন্য কিছু করার ইচ্ছে ছিলো, তাই করে গেলাম। কবি, লেখকরা এখানে আসবে, যাবে এর চেয়ে পরম শান্তি আর নেই।কতোটা মহৎ হলে,
মানুষের চিন্তা ভাবনা এতোটা নিখুঁত হয়, এতোটা আকর্ষনীয় হয় আমি জানিনা।কবি,লেখকদের জন্য বাংলাদেশে এই প্রথম ফরহাদ নগর ফেনীতে বিশাল কবি ভবন এবং বিশাল একটি লাইব্রেরী তৈরী করে বিশাল একটি মনের পরিচয় দিয়েছেন,বাংলাদেশের গর্বের এক ইতিহাস খ্যাতিমান কবি আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের সম্মানিত সভাপতি নজরুল বাঙালি।
স্যালুট গর্বিত শ্রেষ্ঠ প্রতীক কবি নজরুল বাঙালি স্যালুট ।