আড়ি নিয়ে ভীষণ আশাবাদী নীলিমা আক্তার নীলা, সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনটিই জানালেন তিনি। এবার ঈদে রিলিজ হতে যাচ্ছে, বিশিষ্ট কবি ও গীতিকার নীলিমা আক্তার নীলার দু’টো গান ” অজানা পথে ” এবং “আড়ি”। গান দু’টোর সুরকার মশিউর রহমান।
কন্ঠ শিল্পী মশিউর রহমান এবং প্রত্যয় সুহুদ। মিউজিক, কাউসার পাশা এবং কে,এইচ কিরণ। ছোটবেলা থেকে লেখালেখি করা নীলিমার হাত দু’টো কখনো থেমে পড়েনি।
অভিমান করে কয়েকবছর লেখালেখি না করার মাশুল দিতে হয়েছিলো শুধুই চোখের পানিতে। কিন্তু অন্তরে লেখাগুলো বয়ে বেড়াতেন তিনি। যখন ভাবলেন বাবার শেষ আবদার, মা তুমি কখনো লেখালেখি বন্ধ করো না,জীবনে যা কিছুই ঘটে যাক, লেখালেখিটা শক্ত করে ধরে রাখবে। বাবার শেষ আবদার নীলিমার অভিমান ভেঙে চুরমার করে দিলো,আবারও লেখায় মনোযোগী হলেন তিনি।
মানবাধিকারের কাজে শত শত মানুষের সংসার জোড়া লাগিয়ে এতোটা সফলতা পেয়েছেন, কবিতা কিংবা গানে এতোটা সফল হবেন বলে মনে হয়? নীলিমা বলেন,তা জানিনা, তবে চেষ্টা, সততা, পরিশ্রম এবং মানুষের ভালোবাসা, দোয়া যতদিন আমার সাথে থাকবে, ততদিন আমি সব কাজেই সফল হতে পারবো ইনশাআল্লাহ।
বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তি শিল্পী এ বি এম সোহেল রশিদ, আলমগীর ইসলাম শান্ত, শারমিন ইসলাম, রেভারি ইকবাল এবং আবছার নিজামের মতো আবৃত্তি শিল্পীদের কন্ঠে বের হয়েছে দু’টো কবিতার ক্যাসেট ” নীলা কাব্য ” এবং ” আদিত্য আর নেই “। প্রতিটি কবিতা মানুষ এভাবে গ্রহন করবে ভাবিনি।
বিসর্জন এবং আজ এক যুগ দু’টো কবিতার জন্য, অনেক অচেনা মেয়েরা ফোন করে বলেছিলো, নীলিমা আপু এমন কবিতা আর লিখবেন না, যে কবিতা গুলো সারারাত কাঁদায়। এ পর্যন্ত আপনার কোন গানের এ্যালবাম বের হয়েছে কিংবা বের হবে কিনা জানতে চাচ্ছি। নীলিমা বলেন, মৃদু মৃদু হাসিতে এ্যালবামটি খুব শীঘ্রই আসছে দর্শকের হাতে। এ্যালবামটিতে ১০টি গান থাকবে, মশিউর রহমানের সুরে গানগুলোতে কন্ঠ দিয়েছেন,জনপ্রিয় সব শিল্পীরা, যা আমার জন্য বিরাট আনন্দের, গৌরবের।
শিল্পীদের নামগুলো জানতে চাচ্ছিলাম,প্লিজ। নিশ্চয়, মশিউর রহমান সুরকার এবং কণ্ঠশিল্পী, জারা অন্তরা চলচ্চিত্র নায়িকা এবং কণ্ঠশিল্পী, রোদশী সা রে গা মা এর চ্যাম্পিয়ন, প্রত্যয় কিংবদন্তি সৈয়দ আবদুল হাদি থেকে তালিম নেয় এবং মিল্টন খন্দকারের কথা এবং সুরে গান করে এবং জেমস নোমান ব্যান্ড এর গান করে।
মিউজিকে আছেন,কাউসার পাশা এবং কে,এইচ, কিরণ। ঈদে আপনার দু’টো গান রিলিজ হতে যাচ্ছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন?দর্শক মানেই আমার কাছে সবচেয়ে আপন এবং সাহস। প্রতিটা কাজেই তাদের উৎসাহটা আমাকে দারুণ ভাবে উৎসাহিত করেছে, কাজে দ্বিগুণ সাহস বাড়িয়েছে আমি বরাবরই তাদের কাছে ঋণী, তাদের কাছে আমার আবদারও থাকে সবসময়।
এবারও আবদার করলাম, প্লিজ আমার দু’টো গান আপনারা সবাই শুনবেন, আপনাদের ভালো লাগলে আমি লেখার ক্ষেত্রে আরো উৎসাহিত হবো, যা আমার সামনের কাজের জন্য বিরাট সাহস, অর্জন। নীলিমা আক্তার নীলা কবি, গীতিকার এবং একজন মানবাধিকার নেত্রী। সব পরিচয়ই তিনি সমান ভাবে সফল।
এ পর্যন্ত একশ’রও উপরে পদক এবং সম্মানে ভূষিত হয়েছেন তিনি, সোনার বাংলা সঙ্গীত একাডেমি নীলিমা আক্তার নীলাকে মুকুট পরিয়ে তিন তিনবার সংবর্ধনা দেন।বর্তমানে নীলিমা আক্তার নীলা জাতীয় কবি ভুবনের উপদেষ্টা এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য। সফলতা মানুষের ভালোবাসার হাত ধরে এগিয়ে যাক অনেক দূর,এই প্রত্যাশা।
Discussion about this post