মুক্ত খবর 24 ডটকম ডেক্সঃ নিউজ নগরীর কলসী দিঘীর পাড় এলাকায় এ যেন মরণ ফাঁদে সর্বসাধারণ। নগরীর সি ইপিজেড কলসী দিঘীর মোড় হইতে বাকের আলী ফকিরের টেক মোড় হয়ে আনন্দবাজার হুজুর বাড়ী পর্যন্ত।
এই সকল এলাকার গার্মেন্টস শ্রমজীবী পেশাজীবী ব্যবসায়ী মহল ও সর্বসাধারণের অভিযোগ চলাচলের যেটুকু রাস্তা আছে।
তার দুই পাশ্বে হকার এবং ড্রেনের উপর দোকান থাকার কারণে রাস্তায় চলাচল করেন সর্বসাধারন।এই চোট রাস্তায় মানুষ চলাচলে হিমসিম খাচ্ছে, তার মধ্যে কিছু নাম্বার বিহীন ট্যাক্সি ও টমটম সহ আরো অনেক ধরনের যানবাহন চলাচলের কারন।
আমরা না পাই চলাচলের রাস্তা ,না পাই ফুটপাত, সর্বসাধারন আরো জানান আমাদের এই দুঃখ কষ্টের কথা শোনার কেউ নেই।
গার্মেন্টস শ্রমিকেরা আরো জানান আমরা রাস্তায় চলাচলের সময় ছোট ছোট যানবাহন ধাক্কা দিয়ে থাকে।
রাস্তায় চলাচলের সময় প্রায় ওড়না জামা প্যান্ট ছিঁড়ে ফেলে ছোট ছোট যানবাহন।
প্রতিবাদ করতে চাইলে যানবাহন চালক খারাপ ভাষায় গালমন্দ করেন। আমরা পেটের দায়ে ইপিজেড চাকরী করতে হইবে কিছু করার নেই।
আমাদের এই দুঃখ কষ্টের বিষয়ে দায়িত্বশীল ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেন। আরো বিস্তারিত সংবাদ 16banglatv তে আসবে,
Discussion about this post