বারবার দুর্ঘটনা ঘটার পর ও সল্ট গোলা ক্রসিং হকারের দখলে এখান থেকে মূল যানজটের সৃষ্টি হয় যার প্রভাব পড়ে চট্টগ্রাম নগরীতে

মুক্ত খবর 24.com নগরীতে নরক যন্ত্রণায় যানজটের কবলে সর্বসাধারণ অতিষ্ঠ সল্ট গোলা ক্রসিং হইতে কাটঘর পর্যন্ত

সড়কের দুই পাশ্বে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সর্বসাধারণ চলাচলে নাপায় ফুটপাত না পায় সড়ক। এই সকল সড়কের কোন কোন স্থানে প্রায় ১০ ফুট ১৫ ফুট পর্যন্ত।

মেইন সড়কে ফুটপাত হকার সব ধরনের দোকানপাট আবার কোন কোন স্থানে। মেইন সড়কের মাঝে দেখা যায় ডাস্টবিনের ময়লা আবর্জনার দুর্গন্ধ ময়লা পানি জ্বমে আছে।জন সাধারণ চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।

জনসাধারণের অভিযোগ প্রশাসন ও সর্বমহল কে এই সকল এলাকা পরিদর্শন করার জন্য অনুরোধ জানান। আবার এই সকল বিষয়ে জানতে চাইলে দায়িত্বশীল কোন ব্যক্তি কথা বলতে রাজি নয়।

গত কিছুদিন আগে সল্ট গোলা ক্রসিং রেলগাড়ী ও লরির সাথে ধাক্কা লেগে একজন মোটরসাইকেল আরোহী নিহত হন।

এরপরও আবার ফুটপাত হকারদের দখলে  এ বিষয়ে কর্তব্যরত ব্যক্তিদের মাথাব্যথা নেই জানান। কেউ দেখেন না কেউ জানেন না কেউ বলতে পারবেন না।আবার সড়কের পাশ্বে বিভিন্ন রকমের গাড়ীর কাউন্টার ফুটপাত দখল করে বসে আছে।