মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ধর্ষিতা বাদি হয়ে আটক ইব্রাহীমকে আসামি করে চর জব্বর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই কিশোরী উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের উত্তর বা¹া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দিনগত গভীর রাতে চর জব্বর থানা পুলিশ অভিযান চালিয়ে সমিতি বাজার থেকে অভিযুক্ত ইব্রাহীম (৩৫), কে আটক করে। সে উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, এর আগে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর বাড়িতে ও অভিযুক্তের দোকোনে ধর্ষণের এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ৮ মাসের অন্তঃস্বত্তা।
চর জব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিশোরীর সঙ্গে আটক যুবক ইব্রাহীমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী আটককৃত যুবককে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।