চট্টগ্রাম ১০ আসনে মহিউদ্দিন বাচ্চুর নৌকা মার্কা প্রতীক ভোটারদের ক্রমিক নাম্বার বিতরণ

চট্টগ্রাম ১০ আসনে মহিউদ্দিন বাচ্চুর নৌকা মার্কা প্রতীক ভোটারদের ক্রমিক নাম্বার বিতরণ করেন।

হান্নানের উদ্যোগের চট্টগ্রাম ১০ আসনে মহিউদ্দিন বাচ্চুর নৌকা মার্কা প্রতীক ভোটারদের ক্রমিক নাম্বার বিতরণ করেন জনসাধারণের মাঝে।

২৯ জুলাই দিন ব্যাপী চট্টগ্রাম ১০ আসনে লালখান বাজার ইস্পাহানি মোড় ও ভোটারদের ঘরে দোকানে বাসায় বাড়িতে যাকে যেখানে পাওয়া যাচ্ছে সে ভোটারদের  মাঝে ভোটার ক্রমিক নাম্বার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ১০ আসনের বিশু, আরিয়ান, তৌফিক, সহ আরো অনেকে,