ডেঙ্গু আক্রান্ত হয়ে টাঙ্গাইলে দুই নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

শনিবার সন্ধ্যায় একজন এবং রোববার ভোরে অপরজনের মৃত্যু হয়। মৃতরা হলেন জেলার দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের লাভলী আক্তার (৩৮) ও দেউলাকান্দি গ্রামের রিজিয়া বেগম (৪০)।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক ডা. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ওই দুজনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে কুমুদিনী হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন

কপি নবচেতনা