বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান। জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে রোববার (১০ সেপ্টেম্বর) সৌদির প্রিন্স সালমানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন।
এ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করেন যুবরাজ সালমান। তিনি বলেন, প্রায় ২৮ লাখ বাংলাদেশি তাদের কঠোর পরিশ্রম দিয়ে সৌদির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বেঠকে শেখ হাসিনা সৌদির বেশ কয়েকটি সামাজিক সংস্কার শুরু করা এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জন করায়। যুবরাজ সালমানকে অভিনন্দন জানান। কপি নবচেতনা
Discussion about this post