বরখান পাড়ার রাস্তার কাজ এক মাসের মধ্যে শুরু করবেন আশ্বাস দিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী

মুক্ত খবর 24.কম ডেক্সঃ নিউজঃ  বরাবর, মাননীয় কাউন্সিলর (৩৮নং ওয়ার্ড), চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বন্দর, চট্টগ্রাম। বিষয়ঃ ৩৮নং ওয়ার্ডস্থ বাকের আলী ফরিরের টেক বরখান পাড়ার খানাখন্দ ভরা রাস্তা ও ড্রেন সংস্কার করা প্রসঙ্গে।

জনাব, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা নি¤œ স্বাক্ষরকারী ৩৮নং ওয়ার্ডস্থ বাকের আলী ফকিরের টেক বরখান পাড়ার বাসিন্দা হই।

অনেক বছর যাবত এই রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলে নালা নর্দামার দূষিত পানি ও ময়লা রাস্তার উপর উঠে আসে। রাস্তায় হাটু সমান পানি জমে যাওয়ার কারণে মারাত্মক ও অসহনীয় দূর্ঘন্ধ ছড়িয়ে পড়ে।

যার কারণে অত্র এলাকায় বসবাসরত সাধারণ মানুষ, শিশু ও বয়োবৃদ্ধ সবাই অসুস্থ হয়ে পড়ছে। রাস্তার দূর্ঘন্ধময় ও দূষিত হাটু পানী ডিঙ্গিয়ে মানুষের চলাচলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, মসজিদের মুসল্লি, গার্মেন্টস কর্মী সহ সর্বস্তরের মানুষের চলাচল ভীষণভাবে বাধাগ্রস্থ হচ্ছে।

রাস্তার দূর্ঘন্ধময় ও দূষিত হাটু সমান পানী এবং খানাখন্দ ভরা রাস্তার কারণে মানুষ প্রতিনিয়ত দূর্ঘটনায় পড়ছে। আপনি একজন তিন বারের সফল কাউন্সিলর। আপনি একজন জন প্রতিনিধি ও সমাজ সেবক অসহায় মেহনতী মানুষের পরম বন্ধু আমাদের অভিভাবক।

আপনার কাছে আমাদের সকলের বিনীত অনুরোধ আমাদের বরখান পাড়ার রাস্তা ও ড্রেন এর সংস্কার কাজ শুরু করে আমাদের কষ্ট লাগবের ব্যবস্থা গ্রহনে আপনার সুদৃষ্টি কামনা করছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমাদের বরখান পাড়ার জন সাধারণের চলাচলের রাস্তা ও ড্রেন এর সংস্কার কাজ শুরু করার ব্যবস্থা গ্রহণ করিলে আমরা এলাকাবাসী আপনার কাছে চির কৃতজ্ঞ থাকিব। বিনীত নিবেদক বরখান পাড়ার সকল  এলাকাবাসী