মুক্ত খবর 24.কম ডেক্সঃ নিউজঃ বরাবর, মাননীয় কাউন্সিলর (৩৮নং ওয়ার্ড), চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বন্দর, চট্টগ্রাম। বিষয়ঃ ৩৮নং ওয়ার্ডস্থ বাকের আলী ফরিরের টেক বরখান পাড়ার খানাখন্দ ভরা রাস্তা ও ড্রেন সংস্কার করা প্রসঙ্গে।
জনাব, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা নি¤œ স্বাক্ষরকারী ৩৮নং ওয়ার্ডস্থ বাকের আলী ফকিরের টেক বরখান পাড়ার বাসিন্দা হই।
অনেক বছর যাবত এই রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলে নালা নর্দামার দূষিত পানি ও ময়লা রাস্তার উপর উঠে আসে। রাস্তায় হাটু সমান পানি জমে যাওয়ার কারণে মারাত্মক ও অসহনীয় দূর্ঘন্ধ ছড়িয়ে পড়ে।
যার কারণে অত্র এলাকায় বসবাসরত সাধারণ মানুষ, শিশু ও বয়োবৃদ্ধ সবাই অসুস্থ হয়ে পড়ছে। রাস্তার দূর্ঘন্ধময় ও দূষিত হাটু পানী ডিঙ্গিয়ে মানুষের চলাচলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, মসজিদের মুসল্লি, গার্মেন্টস কর্মী সহ সর্বস্তরের মানুষের চলাচল ভীষণভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
রাস্তার দূর্ঘন্ধময় ও দূষিত হাটু সমান পানী এবং খানাখন্দ ভরা রাস্তার কারণে মানুষ প্রতিনিয়ত দূর্ঘটনায় পড়ছে। আপনি একজন তিন বারের সফল কাউন্সিলর। আপনি একজন জন প্রতিনিধি ও সমাজ সেবক অসহায় মেহনতী মানুষের পরম বন্ধু আমাদের অভিভাবক।
আপনার কাছে আমাদের সকলের বিনীত অনুরোধ আমাদের বরখান পাড়ার রাস্তা ও ড্রেন এর সংস্কার কাজ শুরু করে আমাদের কষ্ট লাগবের ব্যবস্থা গ্রহনে আপনার সুদৃষ্টি কামনা করছি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমাদের বরখান পাড়ার জন সাধারণের চলাচলের রাস্তা ও ড্রেন এর সংস্কার কাজ শুরু করার ব্যবস্থা গ্রহণ করিলে আমরা এলাকাবাসী আপনার কাছে চির কৃতজ্ঞ থাকিব। বিনীত নিবেদক বরখান পাড়ার সকল এলাকাবাসী