ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের ২৫তম ব্যাচ ও মাদারীপুরের ১৪তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান রোববার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফা কামাল, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান। এতে দেশের সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ, দেশী ও বিদেশী জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের নিয়ন্ত্রণে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের স্থাপনাদির নির্মাণ ও যন্ত্রপাতি সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। শীঘ্রই মাদারীপুর ইন্সটিটিউট শুভ উদ্বোধন করা হবে।। সেখানে প্রতি ব্যাচে ৩০০ জন করে ২টি ব্যাচে প্রতি বছর ৬০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, কুড়িগ্রাম, রাজশাহী, দিনাজপুর এবং মেহেরপুর স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যা আগামী ২০২৫ সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রতিমন্ত্রী ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের একাত্তরের স্মৃতি রক্ষার্থে এনএমআই ক্যাম্পাসে নব-নির্মিত স্মারক স্তম্ব¢ ‘স্মৃতিময় ৭১’ এর শুভ উদ্বোধন করেন। পরে ৭১ এর বধ্যভূমির স্মৃতি স্মারক উম্মোচন করেন। বিশেষ অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল বলেন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত রেটিংগণের মধ্য হতে বহু সংখ্যক নাবিক কম্পিটেন্সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমুদ্রগামী জাহাজের ক্যাপ্টেন, চীফ ইঞ্জিনিয়ার, চীফ অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, থার্ড অফিসার, ৪র্থ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে দক্ষতার সাথে চাকুরী করে আসছেন।
অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় যে সেকল প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে প্রদত্ত গোল্ড মেডেল প্রাপ্ত হন অল রাউন্ড রেটিং মোঃ সাইমুন এবং মেসার্স হক এন্ড সন্স লিঃ এর সৌজন্যে প্রদত্ত সিলভার মেডেল প্রাপ্ত হন মোঃ ছাব্বির মন্ডল। উক্ত প্রশিক্ষণ কোর্সে ২৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
Discussion about this post