বাবলু বড়ুয়াঃ মানবিক পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর আলম কর্মজীবী মানুষ তার নিজ কর্মে ব্যস্ত থাকবে এটাই নিয়ম ভালো কাজের মধ্যে মানুষ যখন নিমজ্জিত থাকে, তখন তার দ্বারা ভালো কিছু আশা করা যায়। ভালো কাজ করতে হলে, সুন্দর একটা মন প্রয়োজন ।সুন্দর পরিচ্ছন্ন মন মানসিকতা ছাড়া মানুষের সেবা করা মুশকিল । তেমনি একজন সুন্দর মনের অধিকারী প্রতিভাবান মানুষ, মানবিক পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর আলম। ২০২২ সালের শেষের দিকে টাঙ্গাইল জেলা ধনবাড়ী থানায় যোগদান করেন এসআই জাহাঙ্গীর আলম। পুলিশের সেবার মান সাধারণ মানুষ যাতে সহজে পেতে পারে সেজন্য প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভা কে বিট ভিত্তিক ভাগ করা হয়েছে।
প্রত্যেকটি বিটে একজন সাব-ইন্সপেক্টর দায়িত্বে থাকেন। ধনবাড়ী থানায় যোগদানের পর অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন সাহেব এস আই মোঃ জাহাঙ্গীর আলমকে ৯ নম্বর বিট, মুশুদ্দি ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত করেন। দায়িত্ব পাওয়ার পর এস আই মোঃ জাহাঙ্গীর আলম তার বিটের প্রত্যেকটা ওয়ার্ডে উঠান বৈঠক এবং খন্ড, খন্ড আলোচনা সভার মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করে অনেক সুনাম অর্জন করেছেন । এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে এস আই জাহাঙ্গীর একজন পরিচিত মুখ ।
সবার কাছে তিনি একজন মানবিক পুলিশ অফিসার । ফেসবুকে তার ২১ লক্ষ ফলোয়ার। ওয়ারেন্ট কেন হয়, রিকল কি, ওয়ারেন্ট হলে করণীয় কি, রিকল কোথায় জমা দিবেন, জিডি করার সহজ উপায়, জিডি বা মামলা করতে কোথায় যাবেন , সড়ক নিরাপদ রাখার কৌশল, কিভাবে সড়ক নিরাপদ রাখবেন, কেন সড়কে দুর্ঘটনা বাড়ছে , বিভিন্ন বিষয়ে আইনি তথ্য গ্রামের সাধারণ না জানা প্রান্তিক মানুষগুলোকে তার ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন । এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যবহার করেন তাদের কাছে তিনি প্রিয় মানবিক পুলিশ অফিসার হিসেবে মনের কোঠায় স্থান করে নিয়েছেন। তিনি শুধু মাত্র একজন ভালো পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে তার সমসাময়িক লেখা প্রশংসার দাবিদার ।
ইতিপূর্বে তিনি তিনটি উপন্যাসও লিখেছেন। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় দেখেও অনেকেই মুগ্ধ। মুঠোফোনের মাধ্যমে এসআই জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান–দেখুন আমার মূল পেশা হচ্ছে আমার চাকরি । আমার এই পেশার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দেশের ও দেশের মানুষের সেবা করা । বর্তমান সময়ে এই সেবা করার একটা বড় মাধ্যম হচ্ছে, ফেসবুক এবং ইউটিউব । এই মাধ্যমেও মানুষের সেবা করা যেতে পারে ।
আমার সরকারি কাজের ফাঁকে ৯-১০ মিনিট ব্যয় করে যদি মানুষের সেবা করা যায়, তাতে তো ক্ষতি নেই ।লেখালেখি এবং অভিনয় করা এগুলো আমার নেশা এবং শখ । শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্বশীলতার সাথে মানবিক নানান কর্মকান্ডে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। “”পুলিশ জনগণের বন্ধু “”তার অবস্থান থেকে তিনি এটা প্রমাণ করাতে সক্ষম হয়েছেন । পুলিশ সম্পর্কে সাধারণ জনগণের নেতিবাচক ধারণা থেকে দূরে আসার জন্য এস আই মোঃ জাহাঙ্গীর আলমের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রত্যেকটা ভিডিওতে সাধারণ মানুষের ইতিবাচক মন্তব্য গুলো পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার একটা ইতিবাচক দিক,
Discussion about this post