ডেক্স রিপোর্ট,, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম সাংবাদিক সংস্হার আয়োজনে, মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জিনবোধি মহাথেরো মহোদয়কে অপবাদ ও মানি হানির করার জন্য চেরাগী পাহাড় চত্বরে মহাসমাবেশ ও তীব্র প্রতিবাদ সভা,, উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো, সহ সভাপতি ঃ সংঘরাজ ভিক্ষু মহাসভা, ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথেরো, সহ সভাপতি সংঘরাজ ভিক্ষু মহাসভা, ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো সাতকানিয়া,, ভদন্ত বিজয়ানন্দ থেরো, চীফ কর্ডিনেটর, ইউনাইটেড ন্যাচার ইন্টান্যাশনাল পীস,চট্টগ্রাম শাখা, ভদন্ত দীপংকর থেরো, রাংগুনীয়া ভিক্ষু সমিতি। ভদন্ত উত্তমানন্দ থেরো, মহাসচিব, কুমিল্লা ভিক্ষু সমিতি। ভদন্ত তাপসজোতি ভিক্ষু মহাসচিব, ডি,এন,বুড্ডিষ্ট ওয়েল মিশন। ভদন্ত জোতিনন্দ থেরো, সভাপতি, সম্মীলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কর্যাণ পরিষদ। বাবু ডঃ অর্থদর্শী বড়ুয়া, অধ্যাপক, চট্টগ্রাম সিটি কলেজ, বাবু শিক্ষক বিশু কুমার বড়ুয়া, সভাপতি ঃ গন জাগরন মঞ্চ চট্টগ্রাম। স্হপতি বিজয় তালুকদার, স্হাপত্য বিভাগ, চট্টগ্রাম।
