॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে সারাদেশের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরেমা টিরাঙ্গা ফায়ার সা র্ভিস ও খাগড়াছ ড়ি সড়ক ও জনপথ বিভা গের যৌথ প্রচেষ্টায় সড়ক থেকে মাটি সরিয়ে ফেলা হলে প্রায় সা ড়ে৫ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থ লে পু লিশ ও সেনাবা হিনী কে সহায়তা কাজে অংশ নিতে দেখা গেছে। শনিবার (১৭ আগস্ট) সকালে সাড়ে ৮টায় খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গার আলুটিলায় সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে। এতে করে সড়কের উভয় পাশে বহু বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। সকাল ১০টার পর সড়কের মাটি সরাতে কাজ শুরু করেছে খাগড়াছড়ি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের সঙ্গে সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে সড়ক থেকে মাটি সরাতে অনেক সময় লেগেছে। তিনি আরো বলেন, খবর পাওয়ার সা থে সা থে সকাল থেকে ফায়ার সা র্ভিসের ক র্মীরা ঘটনাস্থ লেমাটি সরানোর কাজ শুরু করে। তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ করতে সময় লেগেছে। সকাল ১০টার সড়ক ও জনপদ বিভাগ কাজে যোগ দেয় বলে জানায় ফায়ার সার্ভিস।প্রায় সা ড়ে ৩ ঘণ্টা মা টি অপসার ণের কাজ করে যান চলাচ লের ব ্যবস্থা করা হ য়ে ছে। সড় কে সম্পূর্ণ মা টি অপসারণ কর তে আরো কিছু সময় লাগ বে ব লেও জানান তি নি।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, পাহাড় ধসে সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। ফলে যান চলাচলের উপযোগী করতে আরও সময় লাগতে পারে। আশাকরি দ্রুততার সময়ে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পারবো।
Discussion about this post