চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রজ্ঞাপনের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধ

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রজ্ঞাপনের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন থেকে অন্তবর্তীকালীন সরকারকে আগামী ৭ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান বক্তারা। মানববন্ধন-এ চট্টগ্রাম জেলার সমন্বয়ক এম. আবুল ফয়েজ মামুন বলেন, বিগত সরকার ক্ষমতার সময়ে বারবার আশ্বাস দিয়েও লক্ষ বেকারদের দাবি পূরণ করেনি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আগামী ৭ দিনের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির দাবি জানান।

বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। মানববন্ধন-এ আরও বক্তব্য রাখেন আহাদ হোসেন সামি,মুহাম্মদ রুবেল রানা,ইভান আব্বাসি,রুবেল রানা, সালাউদ্দীন, শহীদ,ইউসুপ, রুনা লায়লা,জসিম,আরফাত,ফরহাদ প্রমূখ।