আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে একই কাতারে বসে পেট ভরে খাবার খেয়েছে পুলিশ, ছিন্নমূল, গরিব ও অসহায় মানুষ।বৃহস্পতিবার রাতে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এ উদ্যোগ নেয় পাঁচবিবি থানা।
থানার ত’দন্ত কর্মকর্তা রাইসুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই ফারুক হোসেনসহ পুলিশ সদস্যরা ছিন্নমূলদের সঙ্গে বসে খাবার খান।স্টেশন এলাকার হতদরিদ্র মনিরা বেগম এ প্রতিবেদককে বলেন, আজ পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খেয়েছি।
তাদের পাশাপাশি ভাষা শহীদদের জন্য প্রাণ ভরে দোয়া করব।পৌর শহরের দানেজপুর মহল্লার হোটেল কর্মচারী মান্নান মণ্ডল বলেন, ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের মাগফিরাত কামনায় শতাধিক গরিবকে পেট ভরে খাবার খাওয়ায় পুলিশ। তাদের এ উদ্যোগ প্রশংসার দা’বি রাখে।
থানার ওসি মনসুর রহমান বলেন, ছিন্নমূল, গরিব, অসহায় লোকেরা টাকার অ’ভাবে ভালো খাবার খেতে পারে না। ফলে থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় ভাষার মাসে তাদের একবেলা পেট ভরে খাওয়ানো হয়েছে
Discussion about this post