জাতীয় যুব দিবসে চট্টগ্রাম বিভাগ থেকে মোঃ শফিউল বশর সফল উদ্যোক্তা হিসেবে ভূষিত

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগ থেকে মোঃ শফিউল বশর সফল উদ্যোক্তা হিসেবে জাতীয় যুব দিবস ২০২৪ এ সফল উদ্যোক্তা হিসেবে ভূষিত হয়েছেন।

মোঃ শফিউল বশর, পিতা— মৃত তমিজ উদ্দিন সর্দার, মাতা চন্দ্র বানু, সদরঘাট, জেলা চট্টগ্রামকে কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থানে গৌরবাজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগীয় কোটায় নির্বাচিত হয়ে জাতীয় পুরস্কার ২০২৪ এ ভূষিত করা হয়েছে।

১ নভেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও শ্রম—কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এবং ডাক—টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম মোঃ শফিউল বশর এর হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।

উল্লেখ্য এ বছর জাতীয় যুব দিবসে ১৫ জন যুব উদ্যোক্তা হিসেবে এই পুরষ্কারে ভূষিত করা হয়।