ব্যাপক আয়োজনের মধ্যে চট্টগ্রামে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম : দক্ষ যুব গরবে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ১ নভেম্বর বিভাগীয় কমিশনার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক অনুষ্ঠান সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল উদ্বোধন শপথ বাক্য পাঠ আলোচনা সভা সনদ ও যুব ঋণ এর চেক বিতরণ।

জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন মোঃ নুরুল্লাহ নুরী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক কাজী আবদুল আলীম, পাহাড়তলী ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন আত্মকর্মী ও উদ্যোক্তা আরিফা ইসলাম এনি ,মোঃ আরাফাত মোহাম্মদ হাসান ,সাইফুল্লাহ মনির। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, যুবসমাজ আমাদের দক্ষ যুব শক্তি।যুব সমাজের অবক্ষয়কে যদি রুখতে পারা যায় তাহলেই যুব সমাজ দেশের শক্তিতে রূপান্তরিত হবে।

তিনি এ সময় আরো বলেন শুধু প্রশিক্ষণ নিয়ে যুব সমাজ বসে থাকলে চলবে না, প্রশিক্ষণের অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে। এর জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে যুবকদের ঋণের ব্যবস্থা রয়েছে। নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সমাজের চারপাশের তারুণ্যের প্রতিক যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে গড়ে তোলার কথাও তিনি বলেন। এবারের জাতীয় যুব দিবসে চট্টগ্রামে মহেশখাল পরিষ্কার সংস্কার ও বৃক্ষ রোপণ কর্মসূচি, মাধক বিরোধী আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।