খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পাহাড়ে সেনা শাসন নয়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। পাহাড়ে কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপকারীদের ছাড় দেয়া হবেনা।সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এসব কথা বলেন।
তিনিআরো বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পাহাড়ের শান্তির পথকে সুগম করবে। শান্তি-সম্প্রীতি বজায় তথা পাহাড়ের মানুষের শান্তি প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, সহ-সভাপতি এইচএম প্রফুল্ল, মো. জহুরুল আলম, শাহরিয়ার ইউনুসসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে মুক্তমত প্রকাশে সাংবাদিকরা প্রশাসনের সহায়তা কামনা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করেন।