ভেজাল ও বিষাক্ত মাছ ও মুরগির খাবার তৈরীর অভিযোগে “আলী এন্টারপ্রাই”এর মালিক মোঃ আলি রকিকে ০১ লক্ষ টাকা জরিমানা।

এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর চট্টগ্রাম, বন্দর ধানাধীন, আনন্দ বাজার লিংক রোড মুখে ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে লিয়াকত আলী এন্টারপ্রাইজ এ পচা হাড্ডি চামড়া ফ্যাক্টরিতে,

১লা ডিসেম্বর চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনিন সেতু, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ও বন্দর থানা পুলিশের একটি চৌকস টিমের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযান পরিচালনা করেন।

সেখানে দেখা যায় নানান অপকর্ম ও ভেজাল তৈরির কার্যক্রম। গরু, মহিষ সহকারে বিভিন্ন পশুর হাড্ডি , পচা চামড়া ও সিং দ্বারা তৈরি করা হয়, ভেজাল ও বিষাক্ত মাছ ও মুরগির খাবার, যাহা মানব জাতির জন্য খুবই বিষ প্রক্রিয়াজাতক।

ফ্যাক্টরির মালিক আলী রকির কাছে ফ্যাক্টরি সম্পর্কে জানতে ও অনুমোদিত কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেনি এবং কোন প্রকার বৈধ কাগজপত্র নেই বলে জানান। পরবর্তীতে তাকে ফ্যাক্টরি বন্ধ করতে অথবা প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে বৈধতা বজায় রেখে ফ্যাক্টরি পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসের সময় দেওয়া হয় ও

নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এক মাস সময়ের মধ্যে যদি প্রয়োজনীয় ব্যবস্থা করতে না পারে তাহলে পরবর্তীতে ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হবে বলেও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জানানো হয়।