নাশকতার পরিকল্পনায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। র্যাব-২ শুক্রবার রাতে পাবনা সদর থানাধীন চরঘোষপুর হতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন, সাকিব আল ইমতিহান (২১) ও নাজমুস সাদাত ফাহিম (২০)। তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, ও ভিডিওসামগ্রী উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘গ্রেফতার সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিম আনসারুল ইসলামের সঙ্গে সরাসরি যুক্ত। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তারা জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছিল। সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিম বড় ধরণের নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে পাবনায় অবস্থান নেয়।’
‘গত ৩০ জানুয়ারি মুন্সিগঞ্জ সদর থানায় করা মামলায় (মামলা নং-৬৬) তাদের বিজ্ঞ আদালত সোপর্দ করা হবে। একই ঘটনায় পলাতক সদস্যদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে’, যোগ করেন র্যাব-২ এর এসপি।