কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের যারা বর্তমানে দেশে অবস্থান করছেন, তাদের ফের দেশটিতে গমন করার ক্ষেত্রে স্বাস্থ্য সনদ প্রদর্শনের নির্দেশনাটি তুলে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা পূর্বের ন্যায় ভ্রমণ করতে পারবেন।
শুক্রবার (৬ মার্চ) বিমান বাংলাদেশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা
স্বাস্থ্য সনদ না থাকলে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে বলেও জানানো হয়েছিল। তবে বর্তমানে কুয়েত সরকারের পক্ষ থেকে মেডিকেল সদন প্রদর্শনের আদেশটি প্রত্যাহার করে নিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য সনদ প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়।
Discussion about this post