ইতালিফেরত ১৪২ বাংলাদেশি নাগরিকের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত রোগী নন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসার পর তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে এখনও কারো শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি। তাদেরকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পুলিশি পাহারায় হোম কোয়ারেন্টাইনের জন্য তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হচ্ছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশকোনা হজ ক্যাম্প গেটে জেলার সিভিল সার্জন ডা. মাইনুল হাসান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকর্মীদের হজ ক্যাম্পের গেটে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন।
Discussion about this post