বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বেসরকরি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে এসব কর্মসূচি উদযাপিত হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের পরিচালক কাজী মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন মো. আবুল বাশার, ড. সুমন কুমার পান্ডে, অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, নাজমুল আহসান নয়ন, জহিরুল ইসলাম, মো. আব্দুল আজিজ, হোসাইন আহমেদ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ইতিহাসের স্বাক্ষী হতে পেরে আমরা কল্যাণ ট্রাস্ট পরিবার গর্বিত।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ।
Discussion about this post