রাজশাহীর বাগমারায় সৎ ভাইয়ের হাতে খুন হয়েছেন নাজিদুল ইসলাম (২৫) নামে এক যুবক। পারিবারিক কলহের জেরে সোমবার রাতে উপজেলার বাসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজিদুল ইসলাম ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে। এই ঘটনায় রাতেই নিহতের বড়ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ঘাতক সৎ ভাই মুকিদুল ইসলাম, তার আরও দুই ভাই ও দুই বন্ধুসহ ৫ জনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে পলাতক আসামিরা।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মৃত আজগর আলীর দুই পক্ষের সন্তান নাজিদুল এবং মুকিদুলের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। গতরাতে নাজিদুল বাসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে চা পান করতে যাচ্ছিলেন। সেসময় ছুরি নিয়ে নাজিদুলের ওপর আক্রমণ করে আসামিরা। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
Discussion about this post