করোনার প্রভাবে জীবনযাত্রা আর স্বাভাবিক নেই। ভদ্রতা, সৌহার্দ্য-কোনো কিছুই মানিয়ে চলার উপায় নেই। গোটা পৃথিবীই এক রকম জেলখানা হয়ে পড়েছে। কেউ কারো সঙ্গে মিশছেন না। ঠিকভাবে কথাও বলছেন না।
ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিই যেমন কিছুটা ‘অভদ্রতা’ দেখালেন বাধ্য হয়েই। এক তরুণী ভক্তের সেলফি তোলার আবদার কানেই নিলেন না, শুনেও হুটহাট করে এড়িয়ে গেলেন।
ঠিক কোথায় এই ভিডিও তোলা হয়েছে, তা অবশ্য পরিষ্কার নয়। মনে করা হচ্ছে যে, ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর এই ভিডিও তোলা হয়েছে।
ধর্মশালা থেকে ভারতীয় দল সম্ভবত লখনৌতে আসছিল। সেই সময়ই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের বাকি দুই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়
Discussion about this post