চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান নিয়োগ

চট্টগ্রাম ও পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। রোববার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। আবুল কালামের চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে কাউকে মোংলা বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়নি।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে কমডোর হুমায়ন কল্লোলকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে। এ জন্য তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেরিটাইম ইউনিভার্সিটির ডিন করা হয়েছে। এ জন্য তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।