অবশেষে চট্টগ্রামে পৌঁছেছে নভেল করোনাভাইরাস পরীক্ষার কিট।
মঙ্গলবার ঢাকা থেকে চট্টগ্রামের সিভিল সার্জনের কাছে এসব কিট এসে পৌঁছায় বলে জানা গেছে।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল স্বাস্থ্য অধিদ্প্তরের অতিরিক্ত মহাপরিচালকের সাথে কথা বলে সিপ্লাসকে জানান, মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরীক্ষার বেশ কিছু কিট চট্টগ্রাম পৌঁছেছে।
তিনি বলেন, এখন থেকে চট্টগ্রামে করোনা পরীক্ষায় আর তেমন সমস্যা হবেনা।
এদিকে গতকাল সোমবার পর্যন্ত কারও করোনাভাইরাসের মতো লক্ষণ দেখা গেলে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়।
এ পর্যন্ত চট্টগ্রাম থেকে ১২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে নমুনায় কারোই করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা হওয়ায় সাধারণ সর্দি-কাশি নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া নিয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন স্বাস্থ্যকর্মীরা।