আজ থেকে পরবর্তী সাতদিন সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। আগামী সাত দিন কোন ভাবেই বাড়ি থেকে বের হবেন না। প্রয়োজনে খাদ্যদ্রব্যের জন্যও না, যদি না এটা খুব বেশি বেশি প্রয়োজন হয়।
আজ থেকে সবচেয়ে বাজে সময়টা শুরু হচ্ছে। করোনা ভাইরাস এর বংশ বিস্তার ২-১৪ দিন শেষের দিকে। এর মধ্যে যাঁরা যাঁরা সংক্রমিত হওয়ার তাঁরা সংক্রমিত হয়ে গেছেন, হচ্ছেন। এখন আপনি বাইরে বেরোলে অনেক সংক্রমিতদের মুখোমুখি হতে পারেন। সুতরাং ঘরে থাকাটা খুবই জরুরী। সচেতন থাকাটা খুবই জরুরী কেননা আজ থেকে সময়টা খুবই সংকটময়।
৭ইএপ্রিল পর্যন্ত আমরা নিজেরা নিজেদের খেয়াল রাখব। এই ভাইরাসের তাণ্ডব দু সপ্তাহ অবধি থাকে। এরপর এটা কিছুটা শান্ত হয় এবং শক্তি হারাতে থাকে।
ইতালিতে হয়েছিল কি তারা এই রোগ সংক্রমনের দুই সপ্তাহ কে কোনভাবে পাত্তা দেয়নি। যার ফলে আজকের দিনে তাদের ওখানে মৃত্যুর মিছিল লেগে গেছে।
সুতরাং ৭ইএপ্রিল পর্যন্ত কোথাও বের না হই এমনকি আত্মীয় স্বজন কারো সাথেও দেখা না করি।
এতেই সবার মঙ্গল। নিজে সচেতন থাকুন এবং ভার্চুয়ালি এই মেসেজ পৌঁছানোর মাধ্যমে অন্যকেও সচেতন করুন।
আর জরুরি চিকিৎসাসেবা পেতে আমাদের ২৪/৭ঘটিকা বিচক্ষণতার সাথে আমি ও আমার সহযোগি ডাক্তাররা সহ, আমার সকল স্বেচ্ছাসেবক আপনাদের সেবায় সর্বদা নিয়যিত ছিলাম,আছি এবং সবর্দা থাকবো।
ইনশাআল্লাহ্।🙏🤲🤲🤲
(নির্দেশনায়:- ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর আমার আদর্শ ও রাজনৈতিক আইডল জনাব হাজী মোঃ জিয়াউল হক (সুমন) ভাইয়া,দক্ষিণ হালিশহর, ই,পি,জেড থানা, চট্টগ্রাম।