করেনা ভাইরাসের কারনে কর্মহীন দরিদ্র পরিবারের সদস্যদের প্রদানের জন্য রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন ১ হাজার পরিবারের জন্য খাদ্য মজুদ করেছে।
১হাজার পরিবারের জন্য মজুদ করা খাদ্য প্যকেট করে রাখা হয়েছে। আগামী সোমবার থেকে প্যকেট করা খাদ্য এলাকার দরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে বিতরন করবেন বলে জানান পাহাড়তলী ইউনিয়নের ছেযারম্যান রোকন উদ্দিন ।
২৭ মার্চ শুক্রবার সন্দ্ব্যায় পাহাড়তলী চৌমুহনী মকবুল টাওয়ার মার্কেটের নিচে কমিনিউটি সেন্টারে ১ হাজার পরিবারকে দেওয়ার জন্য মজুদ করা খাদ্য প্যকেটজাত করার দৃশ্য পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ, ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সেনাবাহিনীর সদস্যরা
এসময়ে আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন