ভীড় জমায়েত এড়িয়ে চলি, দুরে থেকেই কথা বলি’ স্লোগান নিয়ে বাগেরহাটের শরণখোলায় টহল শুরু করেছে সেনাবাহিনী। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকায় টহল দেয় তারা। এর পর থেকে হাট-বাজার, রাস্তাঘাট জনশূণ্য হয়ে পড়ে।
টহলকালে সেনাসদস্যরা বাজারে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করে। তারা মাইকিং করে করোনার বিস্তার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টিন মেনে চলার পরামর্শ দেয়।
এসময় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন তাদের সঙ্গে ছিলেন।
ইউএনও বাগেরহাট২৪কে জানান, সেনাবাহিনীর এ দলটি শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার দায়িত্বে থাকবে। সামাজিক দুরত্ব নিশ্চিত করাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ দুই উপজেলায় নিয়মিত টহলে থেকে প্রশাসনকে সহযোগীতা করবে তারা
Discussion about this post