তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর প্রচেষ্টায় মজুদকৃত খাদ্য সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে বিতরন করা হয় ।
২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর প্রচেষ্টায় ২ কোটি টাকার মজুদকৃত খাদ্য সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান রাউিজান পৌরসভার বিভিন্ন এলাকায় হৃত দরিদ্র দিনমজুর, রিক্সা চালক, সিএনজি অটোরিক্সা চালকদের পরিবোরের সদস্যদের বিতরন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ।
খাদ্য বিতরন কালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খামন মিনা রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসনলাম, সহ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকদর্তারা ।
২ এপ্রিল বৃহস্পতিবার ও গত ১ এপ্রিল বুধবার দিবাগত রাতে রাউজান পৌরসভার সুলতানপুর, সাহানগর, আইলী খীল, ওযাহেদেখীল, পশ্চিম রাউজান চারিাবটতল, ঢারারমুখ, পুর্ব রাউজান, জলিল নগর বাস ষ্টেশন এলাকায় হৃত দরিদ্র দিনমজুর, রিক্সা চালক, সিএনজি অটোরিক্সা চালকদের পরিবোরের সদস্যদের মধ্যে খাদ্য বিতরন করেন প্রতিটি পরিবারের ঘরে ঘরে ।
অপর দিকে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ রাউজানের বিভিন্ন এলাকায় হৃত দরিদ্র পরিবারের সদস্য, কর্মহীন রিক্সা চালক, ভ্যান চালকদের মধ্যে রাউজানের বিভিন্ন এলাকায় খাদ্য বিতরন করেন ।
রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী ইকবাল, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের ১ হাজার ২শত হৃত দরিদ্র দিনমজুর, রিক্সা চালক, সিএনজি অটোরিক্সা চালকদের পরিবোরের সদস্যদের মধ্যে খাদ্য বিতরন করেন ।
আজ বৃহস্পতিবার সকালে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডে হৃত দরিদ্র দিনমজুর, রিক্সা চালক, সিএনজি অটোরিক্সা চালকদের পরিবোরের সদস্যদের মধ্যে খাদ্য বিতরন করেন।
সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাাইদুল ইসলাম রাউজান বার্তাকে বলেন, তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর প্রচেষ্টায় রাউজানে করেনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন, দিনমজুর, রিক্সা চালক, সিএনজি অটোরিক্সা চালক ও হৃত দরিদ পরিবারের সদস্যদের জন্য ১০ হাজার পরিবারের খাদ্য মজুদ করা হয়েছে ।
মজুদ করা খাদ্য রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় কর্মহীন, দিনমজুর, রিক্সা চালক, সিএনজি অটোরিক্সা চালক ও হৃত দরিদ পরিবারের সদস্যদের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে
Discussion about this post