রাজশাহী ব্যুরো: গত মার্চ মাসেই বিদেশ থেকে রাজশাহীতে এসেছেন প্রায় তিন হাজার প্রবাসী। এর মধ্যে সন্ধান পাওয়া প্রায় এক হাজার ব্যক্তির হোম কোয়ারেন্টান নিশ্চিত করা হয়েছে। আর বাকি দুই হাজার ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তাদের হন্য হয়ে খুঁজছে পুলিশ-প্রশাসন। তাদের সন্ধান না পাওয়ায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে রাজশাহীবাসী। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বুধবার (১ এপ্রিল) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক।
তিনি জানান, গত মার্চ মাসেই বিভিন্ন দেশ থেকে রাজশাহীতে এসেছেন ২ হাজার ৯৫৯ জন। এর মধ্যে বুধবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত ১ হাজার ৩৭ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
কিন্তু বাকি ১ হাজার ৯২২ জনকে খুঁজে পাওয়া যায়নি। আর যাদের হোম কোয়ারেন্টাইন করা হয়েছিল তাদের মধ্যে ৫৮৯ জনের ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে রাজশাহীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।
জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ফেরত আসা প্রবাসীদের পাসপোর্টের যে স্থায়ী ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাগুলোতে খোঁজ নিয়ে দেখেছি তারা কেউ সেখানে যাননি। তারা হয়তো দেশের অন্য কোথাও আছেন। তারা দেশের অন্য কোথাও অবস্থান করলে সেখানেই হোম কোয়ারেন্টাইনে থাকার আহবান জানাচ্ছি।
ডিসি বলেন, সরকার থেকে বারবার বলা হচ্ছে যারা পাসপোর্টের ঠিকানায় অবস্থান করছেন না, তারা জরুরিভাবে নিজের অবস্থান জানিয়ে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করুন।
কিন্তু তারা যদি স্বেচ্ছায় প্রশাসনের সাথে যোগাযোগ না করেন তাহলে ঝুঁকি বাড়বে এটাই বাস্তবতা। ফলে নিজ এলাকাকে নিরাপদ রাখার লক্ষ্যে কোন বিদেশ থেকে আসা ব্যক্তির প্রশাসনের সাথে যোগাযোগ নাই এমনটি জানা থাকলে সংশ্লিষ্ট থানায় অবগত করুন। তাহলে তাদেরকেও আমার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করব।
Discussion about this post