করোনা সন্দেহে ফেনীতে ৬ জনের নমুনা সংগ্রহ,বাড়ি লকডাউন

এপ্রিল ৩, ২০২০

ফেনীতে করোনা করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ছয় জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।এছাড়া ওই ৬ জনের বাড়ী লকডাউন ঘোষণা করে বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।

 

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সন্দেহে থাকা ওই ৬ জনের মধ্যে ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায় ২ জন করে ৪ জন, দাগনভূঞা ও সদর উপজেলায় ১ জন করে ২ জন রয়েছেন।

 

তিনি আরও জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় শুক্রবার দুপুরের দিকে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে।

 

পরীক্ষার রিপোর্ট পজিটিভ পেলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানিয়েছেন।