করোনাভাইরাসের এই উদ্ভূত পরিস্থিতিতে চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে। সংশ্লিষ্টরা বলছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ পরীক্ষা নেওয়া হবে। এ নিয়ে পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার দরকার নেই।
সেক্ষেত্রে করোনা পরিস্থিতি স্বাভাবিকের ১৫ দিন পর এই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। সে হিসেবে চলতি মাসে হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা।
গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, পরিস্থিতি যখন স্বাভাবিক হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু হবে তার ১৫ দিন পরে আমরা এ পরীক্ষাটি শুরু করবো।
এদিকে, আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এটি আরও বাড়তে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে শিক্ষার্থীরা যাতে ক্ষতির মুখে না পড়তে হয় সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে মাধ্যমিকের ক্লাস সংসদ টিভিতে প্রচারিত হচ্ছে। চলতি সপ্তাহের প্রাথমিকের ক্লাসও সংসদ টিভিতে প্রচারিত হবে।
Discussion about this post