রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নে করোনা ভাইরাস মোকাবেলায় ১হাজার ১শত দরিদ্র দিনমজুর, কর্মহীন পরিবারের সদস্যদের খাদ্য প্রদান করা হচ্ছে।
রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির প্রচেষ্টায় রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু এলাকার বিত্তশালীদের সহায়তায় ১ হাজার ১শত হৃত দরিদ্র পরিবারের সদস্যদের ঘরে ঘরে চাউল, ডাল, আলু, তৈল, পেয়াজ. চিনি, চাপাতা, লবন, বিস্কুট পৌছে দিচ্ছে।
৩১ মার্চ মঙ্গলবার সকালে সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায় রাউজান ইউনিয়ন পরিষদ ভবনের হল রুমে হৃত দরিদ্র পরিবারের সদস্যদের প্রদান করার জন্য চাউল, ডাল, আলু, তৈল, পেয়াজ. চিনি, চাপাতা, লবন, বিস্কুট থলে ভর্তি করছেন স্বেচ্ছা সেবকেরা ।
খাদ্য প্যকেট করার কার্যক্রম পরিদর্শন করছেন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, প্যনেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া, যুবলীগ নেতা এনামুল হক। ইউনিয়ন পরিষদ ভবনের বাইরে বারান্দায় সামাজিক দুরত্ব বজায় রেখে বসে থাকা হৃত দরিদ্র পরিবারের শতধিক মহিলা ও পুরুষ বসে রয়েছে।
ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় বসে থাকা পুরুষ ও মহিলাদের ঘরে খাবার নেই এই জন্য তারা ঘর থেকে বের হয়ে রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর কাছে নিজের পরিবারের সদস্যদের জন্য খাবার নেওয়ার জন্য এসেছেন।
ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় সামাজিক দুরত্ব বজায় রেখে সারিবদ্ব ভাবে বসে থাকা শতাধিক পুরষ মহিলাদের চাউল, ডাল, আলু, তৈল, পেয়াজ. চিনি, চাপাতা, লবন, বিস্কুট ভর্তি থলে দিয়ে হৃত দরিদ্র পরিবারের শতাধিক পুরুষ মহিলাদের ঘরের খাবার নিশ্চিত করলেন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।
৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনা অনুসারে রাউজান ইউনিয়নে ১ হাজার ১শ পরিবারকে খাবার প্রদান করার মাধ্যমে তাদের ঘরে বসে থেকে করোনা ভাইরাস মোকাবেলার উদ্যোগ নেওয়া হয়েছে ।
Discussion about this post