মোহাম্মদ মহসিন খান , নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
নাগরপুরে অসহায় ও কর্মহীন ৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
নাগরপুরে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল,ডাল,তেল,আলু ও সাবান বিতরণ করেছে নাগরপুর উপজেলা পরিষদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও স্থানীয় সাংসদ অালহাজ্ব অাহসানুল ইসলাম টিটুর সহযোগিতায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
এসময় তিনি বলেন, নাগরপুর উপজেলা ১৮০০ অসহায় ও কর্মহীন পরিবারকে সাহায্য প্রদান করা হয়েছে। আরো ৬০০০ পরিবারকে পর্যায় ক্রমে ত্রাণ দেওয়া হবে। দেশের সাধারণ মানুষ আজ অসহায়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সব নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। যাতে তারা এই মহামারীতে দুমুঠো খেয়ে বাঁচতে পারে। যারা ঘরে খাবার নেই তারা স্থানীয় জনপ্রতিনিধি বা আমাকে জানালে আমরা খাবার ঘরে পৌঁছে দেবো।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই দূর্যোগ মুহূর্তে সকলকে ঘরে আবদ্ধ থাকতে বলেছেন। বিশেষ প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলেছেন।
Discussion about this post