বিয়ানীবাজারে প্রথম ব্যক্তির করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
তিনি জানান, গত শনিবার আমাদের একটি বিশেষ দল সন্দেহভাজন ওই ব্যক্তির কোভিড-১৯ (COVID-19) পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে আইইডিসিআর ল্যাবে প্রেরণ করে। মঙ্গলবার সেই নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে এবং সন্দেহভাজন ওই ব্যক্তির ফলাফল নেগেটিভ। এজন্য আমাদের আতংকিত না হলেও আরো অধিক সচেতন হওয়া প্রয়োজন।
Discussion about this post