করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিলেন প্রধান বিচারপতি

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পক্ষ থেকে রবিবার ত্রাণ তহবিলে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

 

হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রধান বিচারপতি করোনা ভাইরাস মোকাবেলায় সুপ্রিম কোর্টের বিচারপতিগণের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।