বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ ছোঁয়াছে রোগ হওয়ায় এই রোগে মৃত্যুবরণকারীদের দাপন-কাপন ও জায়নাজা পড়তে টালবাহানা শুরু হয়েছে।পরিবার ও আত্নীয় স্বজন পর্যন্ত সৎকারে এগিয়ে আসছে না।
এই পরিস্হিতিতে মুসলমানদের ধর্মীয় রীতি নীতি অনুযায়ি সৎকারে শঙ্খা দেখা দিয়েছে। করোনায় মৃত ব্যক্তির চ্যালেঞ্জিং এই কাজটি করতে এগিয়ে এসেছে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে সারাদেশে উপজেলা ভিত্তিক করোনা মৃত ব্যক্তির সৎকার কমিটি গঠন করা হয়েছে। এই ধারাবাহিকতায়, গাউছিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলায় ৪৫ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির তালিকা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ স্যার ও ইসলামিক ফাউন্ডেশন আনোয়ারা উপজেলার সুপারভাইজার মাওলানা সাইফুল ইসলামের বরাবের হস্তান্তর করা হয়। এসময় গাউছিয়া কমিটির নেতারা বলেন,আনোয়ারায় কোনো করোনা রোগীর মৃত্যু হলে আমরা দাপন-কাপনে সর্বাত্নক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত আছি
Discussion about this post