মোহাম্মদ মহসিন খান নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি। বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ থেকে ইউনিয়নবাসীকে অবহিত করন ও সচেতনতা বৃদ্ধি সহ কর্মহীনদের ত্রাণ সুষ্ঠ বন্টনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (১১ এপ্রিল) সকালে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মোঃমতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর আব্দুর রশিদ, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো.সারোয়ার হোসেন। এসময় তারা বলেন আগামীকাল থেকে ইউনিয়ন পরিষদ খোলা থাকবে এবং চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্য ও সচিবগণ বাধ্যতা মূলক উপস্থিত থাকবে।
ইউনিয়নের আগ্রহী যুবকদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে। শহরমুখী মানুষ গ্রামে আসলে হোম কোয়ারান্টাইনে ১৪দিন থাকা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ ও ত্রাণ বিতরন সরকারি বিধি অনুযায়ী নিশ্চিত করবেন। নাগরপুর উপজেলা হটলাইনে ফোন দিলেও উপজেলা প্রশাসন খাবার বাড়িতে পৌছে দেবে।
এসময় উপস্থিত ছিলেন সদস্য নাগরপুর উপজেলা আওয়ামীলীগ আতিকুর রহমান নিল্টু, সভাপতি ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামিলীগ মোঃমোকছেদুর রহমান রিপন, সাবেক সভাপতি ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামিলীগ মোঃ রাফিকুল ইসলাম, আহ্বায়ক ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ মোঃ কবির হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন ।র টাঙ্গাইল।
Discussion about this post