অনলাইন ডেস্ক: ফাঁসি কার্যকর হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের দাফন নারায়ণগঞ্জে করা হয়েছে। তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নে ভোরে এই দাফন সম্পন্ন হয়।
গতকাল শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়েছিলো।
ভোলার স্থানীয় জনগণ বঙ্গবন্ধুর খুনির মরদেহ তাদের মাটিতে দাফন করতে আপত্তি তোলায় মাজেদকে নারায়ণগঞ্জে দাফনের সিদ্ধান্ত হয়।। ফাঁসি কার্যকরের প্রায় তিন ঘণ্টা পর সিদ্ধান্ত হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন হবে আবদুল মাজেদের। এরপর তার মরদেহ স্ত্রী সালেহা বেগমের কাছে হস্তান্তর করা হয়।
দিবাগত রাত সাড়ে ৩টায় কারাগারের ভেতর থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে তার শ্বশুরবাড়ি এলাকায় স্কুলের পাশে কঠোর গোপনীয়তার মধ্যে কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যায় জড়িত মাজেদ ২৩ বছর ধরে পলাতক থাকলেও ৬ এপ্রিল মধ্যরাতে রিকশায় ঘোরাঘুরির সময় তাকে মিরপুর থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সূত্র: প্রেস নারায়ণগঞ্জ
Discussion about this post