নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় লকডাউনকৃত ভবন পরিদর্শনে গেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় করোনা আক্রান্ত পরিবারের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।
শনিবার (১১ এপ্রিল) রাতে ওই এলাকা পরিদর্শন করেন শিক্ষা উপমন্ত্রী।
এ সময় শিক্ষা উপমন্ত্রী নওফেল বাংলাধারাকে জানান, প্রাণঘাতি করোনাভাইরাসে আমাদের চট্টগ্রামে এখন পর্যন্ত ৯ জন আক্রান্ত হয়েছেন এবং সাতকানিয়ার একজন মারা গেছেন। নগরীতে যারা আক্রান্ত হয়েছেন তাদের ভবনগুলো লকডাউন করা হয়েছে। তবে সবার আগে এ ভাইরাস প্রতিরোধে আমাদের জনসাধারণকে সচেতন হতে হবে। আমি নগরবাসীর প্রতি আহবান জানাচ্ছি, আপনারা বাসায় থাকুন, বাসায় বসে ইবাদত করুন, বেশি বেশি প্রার্থনা করুন যাতে আমরা দ্রুত এ দূর্যোগ থেকে রক্ষা পেতে পারি।
Discussion about this post