চট্টগ্রামে আরও ১১জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনার ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ জন। এর আগে গত ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর গত ৮ এপ্রিল তিন জন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল আরও ২জন, ১৩ এপ্রিল আরও ৫ জনের শরীরে করোনা পাওয়া যায়। এরপর গতকাল আরও ২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এদের ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সেখ ফজলে রাব্বি বলেন, সোমবার বিআইটিআইডিতে ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। তাদের মধ্যে ১১ জন চট্টগ্রামের। অন্যজন নোয়াখালী জেলার।
তিনি আরও বলেন, চট্টগ্রামের ১১ জনের মধ্যে নগরীর সাগরিকায় ৪ জন, ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন একজন, পাঁচলাইশ আবাসিক এলাকার একজন রয়েছেন। বাকি ৫ জন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা।
Discussion about this post