রাজশাহীর পুঠিয়ায় নারী গার্মেন্ট শ্রমিকের করোনা শনাক্ত

 রাজশাহীর পুঠিয়া উপজেলার গ-গোহালি গ্রামের এক নারীর  করোনা শানাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে টেস্টের পর তার করোনা ধরা পড়ে। তিনি  ও তার স্বামীর সাথে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক। সংক্রমিত ওই নারীর বয়স ২০ বছর। এ নিয়ে রাজশাহী জেলায় মোট তিনজন  করোনার রোগী পাওয়া গেল।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে,  ওই দম্পতি নারায়নগঞ্জে একটি গার্মেন্টেসে কাজ করেন। তিনি সংক্রমিত ওই নারী গৃহিনী। করোনা আতঙ্কে গত ১১ এপ্রিল তারা পুঠিয়ায় ফিরে আসে। এরপর বাড়িতেই ছিল। তবে তার শরীরে করোনার উপসর্গ প্রকাশ পেলে ১৩এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে নমুনা টেস্ট করা হয়। এর পরই ওই নারীর করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, করোনা শনাক্তের পর গ-গোহালি গ্রামের কয়েকটি বাড়ি লকডাউনের সুপারিশ করা হয়েছে। সংক্রমিত ওই নারীকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার স্বামীর করোনা পাওয়া যায় নি।