চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আরও ১২ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ জন চট্টগ্রাম জেলায়।
মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন , ১১৮ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বিআইটিআইডি। এর মধ্যে ১১ জন চট্টগ্রামের, বাকি একজন নোয়াখালীর বাসিন্দা।
সিভিল সার্জন জানান, চট্টগ্রামে আক্রান্ত ১১ জনের মধ্যে নগরের সাগরিকার ৪ জন, সাতকানিয়ার ৫ জন, বোয়ালখালীর ১ জন, নগরের কাতালগঞ্জ আবাসিকের ১ জন। সাতকানিয়ায় আক্রান্ত সবাই ইছামতি আলিনগর এলাকার।
বিআইটিআইডিতে এ নিয়ে ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৩০ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮, নোয়াখালীতে একজন এবং লক্ষ্মীপুরে দুজন